২৭ অক্টোবর ২০২৫ - ০৮:৩৫
ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত।

ইরাকের পবিত্র কারবালায় ইমাম হুসাইন (আ)- এর মাজার শরিফ যিয়ারত করেছেন ভেনেজুয়েলার রাষ্ট্রদূত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত কারবালায় ইসলামের মহানবী মুহাম্মাদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার যিয়ারত করার সময় এই পবিত্র স্থানে যিয়ারতকে তার দেশের বিরুদ্ধে হুমকি দূর করার জন্য এবং ভেনেজুয়েলান জাতি ও দক্ষিণ আমেরিকার জনগণের জন্য শান্তি কামনা করার লক্ষ্যে স্রস্টার কাছে দোয়া করার একটি সুযোগ বলে মনে করেন। 




"আর্তুরো আনিবাল" ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে বলেছেন: "এই পবিত্র স্থানে থাকা আমার কাছে অত্যন্ত মূল্যবান।


আমি আমার দেশের ও নিরাপত্তার জন্য প্রার্থনা করতে এবং ভেনেজুয়েলান জাতি ও অন্যান্য দক্ষিণ আমেরিকান জাতির বিরুদ্ধে হুমকি দূর করতে সর্বশক্তিমান স্রস্টার কাছে প্রার্থনা জানাতে এসেছি।"

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার হুমকি দিচ্ছে এবং দেশটির আশপাশে রণতরী মোতায়েন করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha